স্পাইডারম্যান সিনেমার খলনায়ক ডক্টর অক্টোপাস!


স্পাইডারম্যান সিনেমার খলনায়ক ডক্টর অক্টোপাস | যিনি একজন প্রতিভাবান বিজ্ঞানী | নিজের কাজের সুবিধার জন্য তিনি ওই যান্ত্রিক হাতগুলো বানান আর BCI এর সাহায্যে জুড়ে দেন নিজের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সাথে | কিন্তু দুর্ঘটনার ফলে সেই BCI system তার নিয়ন্ত্রনের বাইরে চলে যায়; উল্টে তাকেই নিয়ন্ত্রণ শুরু করে | শেষ পর্যন্ত পর্যন্ত অবশ্য জয় হয় মানবিকতারই |

মনে পড়ে স্পাইডারম্যান সিনেমার সেই রোমাঞ্চকর দৃশ্য; যেখানে ডক্টর অক্টোপাস নিজের শরীরের সাথে সংযুক্ত ৪ টা "হাতের" সাহায্যে স্পাইডারম্যানের সাথে মারামারি করতে করতে উঠে যাচ্ছে অট্টালিকার দেয়াল বেয়ে? কিংবা সেই ৪ টা যান্ত্রিক হাতকে একসাথে চালনা করে দ্রুত সম্পন্ন করছে জটিল যন্ত্রাংশ জোড়া লাগানোর কাজ | তার ভাবনার সাথে সাড়া দিয়ে ওই কৃত্রিম হাতগুলো কিলবিল করে নানারকম কাজ সম্পন্ন করে যাচ্ছে |

Post a Comment

0 Comments